প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো ;
চরণ চির রেখা আঁকিয়ে যে গো ?
লুটায়ে আশা-মুলে মোহন অঞ্চল,
নূপুর মুখরিত চরণ চঞ্চল,
দুধারে ফুটাইয়ে বাসনা ফুল রাশি,
আধেক প্রেম গাথা শুনাইয়ে গো।
একটু সুধা হাসি, আধেক প্রেম-গান
কামনা-ফুল দুটি শুষ্ক হীন-প্রাণ;
এখনো পড়ে আছে চরণ-রেখা পাশে,
মুগ্ধ হয়ে আছি তাই নিয়ে গো ।
তা’রা মোরে রেখেছিল ভুলাইয়ে-
দু’দিনের মোহ মাখা হাসি খুশী দিয়ে।
নিজ সুখ তরে, মম সুখ দুখ ভাগী;
তারা শুধু চাহে মোরে তাহাদেরি লাগি;
মিছে আশা দিয়ে কত করে অনুরাগী
শেষে দুরে দাঁড়াইয়া হাসে সর্বস্ব নিয়ে।
দেখা হ’লে আর কথা কহে না কহে না,
এ ছলনা আর প্রভু, সহে না সহে না ;
শ্রান্ত চরণ, আর দেহ যে বহে না ;
আজ ভাঙিয়াছে ঘুমঘোর এসেছি ফিরিয়ে ।<
প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 49