হল এই সুখলাভ,
পিরিতে চিরদিন গেল কাঁদিতে।।
হয়েছে না হবে কলঙ্ক আমার,
গিয়েছে না যাবে কুল।
ডুবেছি না ডুব দিয়ে দেখি পাতাল কতদূর
শেষে এই হল, কান্ডারি পালাল,
তরণি লাগিল ভাসিতে।।
ধন প্রাণ যৌবন দিয়ে,
শরণ লইলাম যার,
তবু তার মন পাওয়া আমার হল ভার।
না পুরিল সাধ,
উদয়ে বিচ্ছেদ,
মিছে পরিবাদ জগতে।।

—————-
লালু নন্দলাল<

Super User