গিরিষ সময় গৃহ মাহ।
যশোমতী হরিষ পঢ়াহ॥
কবি সব গোকুল-লোকে।
নিজ সুতে করু অভিষেকে॥
গিরিষ তপন ভয় লাগি।
বাসই কুসুম পরাগি॥
সুশীতল বারি মধুর।
কলস কলস ভরি পূর॥
মলয়জ কপূর মিশাই।
হিমকর শীকর লাই॥
রতনবেদী নিরমান।
তহিঁ আনাওল কান॥
বাসিত তৈল লাগাই।
দাসদাসীগণে আই॥
শির পর ঢালত বারি।
মাধব ঘোষ বলিহারি॥<

Super User