যদি সহেলী আমায়
কানে কানে কিছু বলে
না না না
কেউ শুনে ফেলো না
সে যদি আমায় অপলকে দেখে
কেউ যেন দেখো না

কুণ্ঠিত পায়ে সে যদি এসে
মালাখানি দিতে চায়
আরো ভালোবেসে
সে মালা দিয়ে গো
যদি তারে বাঁধি
কেউ কিছু বলো না

এ জীবনে যত চাওয়া
তার কাছে মিটে যায়
তাকে পেয়ে মন যদি
সব কিছু খুঁজে পায়

ছন্দেরও দোলা সে যদি আনে
দু’জনের কু’জনে এই মধুগানে
সে গানে যদি গো পৃথিবীকে ভুলি
কেউ বাঁধা দিও না
না না বাঁধা দিও না

যদি সহেলী আমায়
কানে কানে কিছু বলে
না না না
কেউ শুনে ফেলো না

—————————-
সতীনাথ মুখোপাধ্যায়

Super User