বলি, ও খোকার মা
.               পান খেয়ে গাল পুড়েছে
এখন তোকে কি করে আদর করি বল্
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||

আমায় পান দিয়েছে দোকানী
পানের ভিতর কি ছিল, দেখেনি
সেই পান খেয়ে চোখে শুধু ঝরে জল
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||
পানের পাতা মিঠা
মেয়ের মিঠা মিঠা হাসি
খয়ের গুঁড়া গুঁড়া
আর সুপারিটা বেশি |

তখন কেন আমি বুঝিনি
বোধহয়, পানেতে দেওয়া ছিল মোহিনী
হাতে হাতে তাই পাচ্ছি প্রতিফল
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- অংশুমান রায়<

Super User