সবার হৃদয়ে রবীন্দ্রনাথ
.                  চেতনাতে নজরুল
যতই আসুক বিঘ্ন-বিপদ
.                  হাওয়া হোক্ প্রতিকূল
এক হাতে বাজে অগ্নিবীণা
.                  কন্ঠে গীতাঞ্জলি
হাজার সূর্য চোখের তারায়
.                  আমরা যে পথ চলি ||

এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি
সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ-দিশি
প্রপিতামহের ভাষাতে আজো আমরা যে কথা বলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||

এই সেই দেশ এখনও এখানে শুনি আজানের ধ্বনি
গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী
কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা<

Super User