গঙ্গার জল পদ্মার পানি
আলাদা কি করা যায়
কে ভগবান, কে যে আল্লাহ্
চেনার কি উপায় ?

কে মৌলবী কে যে ব্রাহ্মণ
একই রক্তে গড়া দুইজন
রক্তের রং দেখে জাত-পাত
বিচার কি করা যায় ?

সব নদী মিশে হয় যে সিন্ধু
যত মত, পথের একই বিন্দু
ধর্মের নামে বিভেদ-বিবাদ
শেষ হবে না কি হায়॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়<

Super User