|| মালকোষ || তাল হরি ||

মধুর বসন্ত ঋতু ! হে কান্ত ! যাবে কেমনে ?
হেরি ঋতুরাজ, প্রবল মনজ, বুজহে মনে ||
মলয়া মারুত, বহিছে সদত, কোকিল কাননে |
তার কুহুম্বরে, বিরহিনী শরে জ্বলিত প্রাণে || ১ ||

Super User