মাগো, আমার সকলি ভ্রান্তি।
মিথ্যা জগতে, মিথ্যা মমতা;
মরুভূমি শুধু করিতেছে ধূ ধূ
হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি।
যবে, অরুণ কিরণে নব দিবা জাগে,
ফোটে নব ফুল নব অনুরাগে,
ভুলি মা তখন কি কাল ভীষণ
আঁধারে ডুবিবে কনক কান্তি।
পুত্র পরিজনে হয়ে পরিবৃত;
ভাবি, এ আনন্দ অনন্ত, অমৃত;
মনে নাহি হয়, মরণ-সময়
হৃদয় বান্ধবা বিমুখা যানি-
দিনে দিনে দীনের ফ্তাইল দিনে,
দিন দিনে দীনের ফুরাইল দিন,
দিন তারা ঘুচাও দীনের দুদ্দিন;
আশা রূপে মাগো, নিরাস প্রাণে জাগো,
দিয়েও চরণে অক্ষয়-শান্তি।<
মাগো, আমার সকলি ভ্রান্তি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 60