মাছি করে রাখলি শ্যামা করলি না তো মৌমাছি
তাই পারলাম না যেতে মা তোর পাদপদ্মের কাছাকাছি

এ সংসারের বিষ্ঠা ঘেঁটে জীবনটা মা গেল কেটে
সেই দুখে আজ মনে হয় এবার যেন গেলেই বাঁচি

কৃপা ক’রে সেই অনুরাগ একটু মা তুই দিতিস যদি
যে বিরহে পাগল হয়ে প্রেমিক চলে ডিঙিয়ে নদী

হারিয়ে মাগো আপনজনে যে জল জমে আঁখির কোণে
তারই একটু জাগিয়ে দে মা তোর বিরহে তবেই বাঁচি৷

Super User