শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।

শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান।

শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

————-
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দী
কথা/সুর – শিবু কুমার শীল<

Super User