পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে
স্নান জ্বলে নিহত অগ্নিমাছ
নেইকো মানুষ, সুর্যের দিকে যাই,
ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।

আনমনা লোকটা এখনও দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল
ময়দানে লড়াই মহিষে মহিষে আজ
খুন হবে প্রজ্বাল ঐ চাঁদ।

সিলিংএ ঝুলছে রুপবতী লাশ
মহাশূন্যের মত একা একা
শহরে আজো বৃষ্টি হবে না তাই
কাঁচ পোকাদের নেই দেখা।

জলজ ঘ্রাণের নুন, অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে

————-
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দী<

Super User