কেনো ফিরে যায় বেদনায় অভিমানী
আমিও কি তার মতো দু’চোখের জলে ওই ভাসিনি

বলেছি তো কতোবার সে আমার সে আমার
হেরেছে একাই সে কি, আমিও কি পরাজয় মানিনি

যদি আমি পারতাম–যদি আমি পারতাম
সুখের স্বর্গটাকে হাতের মুঠোয় ধরে রাখতাম

মধুর এ মাধবী সাজ বিফলে যাবে কি আজ
একটু দাড়িয়ে সে কি শুনবেনা আমার এ কাহিনী

————————-
মান্না দে<

Super User