ভারত আমার ভারতবর্য
.             স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জনম
.             ধন্য হয়েছি ধন্য গো ||
কিরীট ধারিনী তুষার শৃঙ্গে
.             সবুজে সাজানো তোমার দেশ
তোমার উপমা তুমিই তো মা
.             তোমার রূপের নাহিতো শেষ
সঘন গহন তমসা সহসা
.             নেমে আসে যদি আকাশে তোর
হাতে হাত রেখে মিলি একসাথে
.             আমরা আনিব নতুন ভোর ||

শক্তি দায়িনী দাও মা শক্তি
.             ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী
.             আমরা বাঁচাব এ-মহাদেশ
রবীন্দ্রনাথ বিবেকানন্দ
.             বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা, করি না চিন্তা
.             হৃদয়ে নাহি তো ভয়ের লেশ ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অজয় দাস
শিল্পী- মান্না দে<

Super User