সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের নদী জলে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে

ঝড়ের রাতে আপন হয়ে আসে আমার বুকে
চাঁদের আলোয় জোয়ার আনে ভালোবাসার সুখে
আমার দরদিয়া এমন মধুর চেয়ে থাকি চোখে

বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে
চাই যখন পাইনা তখন খুঁজে ফিরি তারে
আমার দরদিয়া এমন নিঠুর দেখেনা তাকিয়ে

ব্যান্ড: মাইলস<

Super User