সে ডাকে আমারে।
বিনা সে সখারে
বহিতে মন নারে।
শুন, সে ডাকে আমারে,
ওগো সে ডাকে আমারে।।
প্রভাতে যাবে দেখিবে বলি
দ্বার খোলে কুসুম-কলি,
কুঞ্জে ফুকারে অলি
যাহারে বারে বারে।।
নিঝর কলকন্ঠ গীতি
বন্দে, যাহারে,
শৈল বন পুষ্প কুল
বন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্র তারা
কাটে নিশি তন্দ্রা-হারা,
যার প্রেমের ধারা
বহিছে শত ধারে ।<
সে ডাকে আমারে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 70