তুমি বুঝলেনা কোনদিনও
আমার মনের বেদনা
যদি কোন রাতে কখনো আমায়
মনে পড়ে আর কেঁদোনা

কত রাত গেছে কেঁদে কেঁদে
বলেছি তোমায় আমি সেই কথা
রেখেছো কি মনে আজো আমারে
আছে কি সেই মালা তেমনি গাঁথা
ছিঁড়ে ফেল তারে তুমি
প্রীতির (?) বীণা আর সেধো না

জোনাকিরা জ্বলে নেভে
চেয়ে চেয়ে দেখি আমি একা
আসবে বলে গেছ চলে
হলো না তোমায় আর শেষ দেখা
যেও ভুলে সেই চেনাসুর
মিলনের আঁখি (?) আর বেঁধো না

————–
মনি কিশোর

(প্রুফরীড দরকার)<

Super User