যেই আসে রাত
যেই ওঠে চাঁদ
মনে পড়ে যায় সেই মুখটা
যেই ওঠে সূর্য
যেই ডাকে পাখী
ব্যথায় ভরে এই বুকটা
আমার এই গান শুনে
খেয়ালিতে কতনা সে হাসত
হাজার বাধার মাঝে
কতনা আমায় ভালোবাসতো
কোথাও আজ তাই
খুঁজে পাইনা সেই সুখটা
ফুলেরই কছে এসে
চুপি চুপি কত খেলা খেলত
মেঘেরই ভেলায় ভেসে
আমারই কথা শুধু বলত
খুঁজে দাওনা হারিয়ে যাওয়া
সেই দুপুরটা
——————
মনি কিশোর<