শরৎবাবু,
খোলা চিঠি দিলাম তোমার কাছে
তোমার ‘গফুর’ এখন
.              কোথায় কেমন আছে ?
.              তুমি জানো না
হারিয়ে গেছে কোথায় কখন
.               তোমার ‘আমিনা’ |
শরৎবাবু, এ’ চিঠি পাবে কি-না জানি না ||

গত বছর বন্যা হল, এ-বছর খরা
ক্ষেতের ফসল পুড়িয়ে দিল মাঠ শুকিয়ে ‘মরা’
একমুঠো ঘাস পায় না ‘মহেশ’
.               দুঃখ ঘোচে না
.              তুমি জানো না ||

বর্গীরা আর দেয় না হানা নেইতো জমিদার
তবু এ-দেশ জুড়ে নিত্য হাহাকার ||

ভাবছো তুমি দেশ তো স্বাধীন
.               আছে ‘ওরা’ বেশ
তোমার ‘গফুর’ ‘আমনা’ আর
.              তোমারই মহেশ
এক মুঠো ভাত পায় না খেতে
.              গফুর আমিনা
.              তুমি জানো না ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অংশুমান রায়
শিল্পী- ভূপেন হাজারিকা<

Super User