প্রথম বয়স হম কি কহব সজনি
পহু তজি গেলাহ বিদেস |
কত হম ধৈরজ বাঁধব সজনি
তহি বিনু সহব কলেস ||
আওন অবধি বিতীত ভেল সজনি
জলধর ছপল দিনেস |
সিসির বসন্ত উসম ভেল সজনি
পাওস লেল পরবেস ||
চহুদিস ঝিঁগুর ঝঙ্করু সজনি
পিক সুন্দর করু গান |
মনসিজ মারু মরম সর সজনি
কতেক সুনব হম কান ||
সেজ কুসুম নহি ভবয়ে সজনি
বিস সম চানন চীর |
জইও সমীর সীতল বহু সজনি
মন বচ উড়ল সরীর ||
ভনহিঁ বিদ্যাপতি গাওল সজনি
মন ধনি করিঅ হুলাস |
সুদিন হেরি পহু আওত সজনি
মন জনি করিঅ উদাস ||
প্রথম বয়স হম কি কহব সজনি (আশ্বস্তা)
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 74