https://www.youtube.com/watch?v=aKKFPSo3y3o

মাকা যাই মাকা যাই রাম পাম পো
মাকা যাই মাকা যাই রাম পাম পো।।
মাকা যাই মাকা যাই রাম পাম পো
মাকা যাই মাকা যাই রাম পাম পো

হলুদ বেগুনি সবুজ সাদা নীল
রঙে রঙে মিশে হলো তোমার আমার মিল।।

আরে জমেছে মন মহুয়ায় মৌ
কথা কও, কও কথা কও বউ।
ঝিলমিল রোদে জ্বলে তোমার চোখের ঝিল
রঙে রঙে মিশে হলো তোমার আমার মিল।।

দেখে যে বন ময়ুরীর নাচ
ঝিলিক মারে নাকছাবি তার কাজ। (আহা)
মিষ্টি তোমার ডান গালের ঐ ছোট্ট কালো তিল
রঙে রঙে মিশে হলো তোমার আমার মিল।।

—————
শিল্পী- বাপ্পী লাহিড়ী<

Super User