দয়াল     তোমায় কেমন করে ডাকবো আমি বসে নিরালায়
যদি       মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়।
তোমায়   ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন
            ভাবের দেশেও গিয়ে ভাবি চুরি হয় কখন
জুতা      চুরি হয় কখন
থাকে      নমস্কার দিতে গিয়ে মন
            মন্দির বারান্দায়।।

যখন      মোয়াজ্জিনের আজানের সুর ওঠে ধ্বনিয়া
            নামাজিরা মসজিদে যায় অজু করিয়া
দয়াল       অজু করিয়া
তারা      সাবধানে জুতা রাখিয়া
            নামাজে দাঁড়ায়।।

দেখি      ছাতা-লাঠি-জুতা রেখে বিছানার তলে
কতো     কৃষ্ণ ভক্ত মন্দির মাঝে ভাসে নয়ন জলে
দয়াল     ভাসে নয়ন জলে
ভাবে      কখন সে চোরের দলে
            সব নিয়া পালায়।।

যদি       মক্কা গিয়েও রক্ষা করতে না পারি কম্বল
            কাশী গিয়ে হারাতে হয় পথের সম্বল
দয়াল     পথের সম্বল
দীন       নকুলের ভাবনা অবিরল
তোমায়   পাওয়ার কী উপায়।।

——————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: কোলকাতায় নকুল বিশ্বাস
রচনা- ০৫.০৯.৮৭
মিরপুর, ঢাকা।<

Super User