যা করবার তা বিয়ের আগে কর
তোর বউয়ের ফরমাস খেটে আসবে হাড় কাঁপানো জ্বর
যা করবার তা বিয়ের আগে কর।

বউয়ের আলতা-পাউডার-সাবান-শ্যাম্পু-শাড়ি রঙিলা
হাতা-খুন্তি-থালা-কড়াই-হাঁড়ি আর ঠিলা
এসব কিনতে গিয়ে হবে ঢিলা
কাছার কাপড়।
যা করবার তা বিয়ের আগে কর।।

হবি সংসারের হাল ধরতে গিয়ে বেতালা-বেহাল
তাল না পেয়ে চাল না বুঝে কাজে নাজেহাল
করবে জীবনের সংকল্প গোলমাল
প্রিয়ার প্রেমের ডর।
যা করবার তা বিয়ের আগে কর।।

যেমন এখন চিত্তে প্রফুল্লতা নিত্য প্রতিক্ষণে
রইবে না এই উষ্ণ উচ্ছ্বাস সংসার জীবনে
বইবে না আর মনের বনে
যৌবনের এই ঝড়।
যা করবার তা বিয়ের আগে কর।।

নকুল বলে বিকল হবে চোখের নজর
সংসারের হ্যাঁচকা টানে দাঁত হবে নড়বর
শেষে টাক নিয়ে সাজবি নটোবর
শ্মশানঘাটের বর।।

———————
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: পাগলের চিন্তা
রচনা- ২৪.১১.৮৭<

Super User