বউ আমার বিয়ের আগে ভালোই নাকি নাচতো
নাচতে নাচতে মাঝে মাঝেই বিটিভিতে আসতো
এখন আমায় বন্দি করে সংসারের খাঁচায়
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।
বিয়ের পরে বউকে আমার বুকে দিলাম ঠাঁই
কিছুদিন পরে দেখি বউ বুকের মাঝে নাই
ও সে মাথায় উঠে হাত তুলেছে ট্রাফিকের কায়দায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।
দেয় সকল বিষয় জ্ঞান আমায় দিবা কিবা রাত্র
আমি যেন তার কাছে ক্লাস ওয়ানের ছাত্র
স-এ সংসার ক-এ করা প্রতিদিন শেখায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।
বউ রেগে গেলে দেই না আমি ভয়েতে হাঁচি
মনে হয় চিড়িয়াখানায় বাঘের খাঁচায় আছি
ভাবি কখন কোন ত্রুটি পেয়ে যে ঘাড়টাকে মটকায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।
———————–
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: পোলাডা কান্দে
রচনা- ০৫.০৪.২০০২<