বুকের ভিতর দমের মেশিন
দিলা ফিট করিয়া
সেই মেশিনে জং ধরিল
বিরহ লাগিয়া
পরানটারে দাও না বিধি
ঝালাই করিয়া

পূর্বের সূর্য পশ্চিমে যায়
আকাশ যে হয় যে লাল
দুঃখের সূর্য অস্ত যায় না
থাকে চিরকাল
………………(?)

ছুটির ঘন্টা ডাকিয়া কয়
দিন হইল যে শেষ
নিঠুর বন্ধু কাছে রয় না
থাকে দূরের দেশ
স্বপ্নে শুধু পাই তোমারে
চক্ষু বুজিয়া

——————-
তপন চৌধুরী

(প্রুফরীড)<

Super User