বল মন বল, কে সুখী বল
কতটা মেঘে কতটা জ্বল
কতটা সুখে কতটা ফাগুন
কতটা দুঃখে কতটা আগুন।
সুখ পাখি গেছে উড়ে
চেনা পথ ভূল করে
আমি একা দূরে বহুদুরে
শ্রাবন আকাশটা অভিমানি মনটা
এক নদী হল দুচোখে
কে যেন আমাকে রাখে।
নীল রাতে মেঘ এল
তারা গুলো নিভে গেল
আমি আজও বড় এলোমেলো
দখিনা বাতাসটা কত চেনা মুখটা
ঝড় তুলে কেন এই বুকে
কে যেন আমাকে কাছে ডাকে।

——————
শিল্পীঃ তপন চৌধুরী<

Super User