রাগাত্মিক ।।

স্বরূপ বিহনে,                     রূপের জনম,
কখন নাহিক হয়।
অনুগত বিহনে,                    কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়।।
কেবা অনুগত,                    কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত,                    মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে।।
দুই চারি করি,                    আটটা আঁখর,
তিনের তিনের জনম তায়।
এগার আঁখরে,                    মূল বস্তু জানিলে,
একটি আঁখর হয়।।
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর,                    মানুষ সত্য,
তাহার উপর নাই।।

——————-

স্বরূপ – প্রকৃতি পুরুষ—রাধাকৃষ্ণ।
আটটা আখর – অষ্ট সখী। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, ও সুদেবী—এই অষ্টসখী।
তিন – পিরীতি।
এগার আখর – দশ ইন্দ্রিয় ও মন।
মূল বস্তু – সেবা।
একটি আখর – ক, (কৃষ্ণ)।<

Super User