বিদ্যাপতি পদ                যুগল সরোরুহ
নিস্যন্দিত মকরন্দে |
তছু মঝু মানস                মাতল মধুকর
পিবইতে কর অনুবন্ধে ||
হরি হরি আর কিয়ে মঙ্গল হোয় |
রসিকশিরোমণি                 নাগর-নাগরী
লীলা স্ফুরব কি মোয় ||
জনু বামন করে               ধরব সুধাকর
পঙ্গু চড়ব কিয়ে শিখরে |
অন্ধ ধাই কিয়ে             দশ দিশ খোঁজব
মিলব কলপতরু-নিকরে ||
সো নহ অন্ধ               করত অনুবন্ধ হি
ভকত-নখরমণি-ইন্দু |
কিরণ ঘটায়           উদিত ভেল দশ দিশ
হাম কি না পায়ব বিন্দু ||
সোই বিন্দু হাম                যৈখনে পায়ব
তৈখনে উদিত নয়ান |
গোবিন্দদাস               অতয়ে অবধারল
ভকতকৃপা বলবান ||<

Super User