হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল
প্রেম প্রহরি রহু জাগি |
গুরুজন-গৌরব চৌর-সদৃশ ভেল
দূরহি দূরে রহু ভাগি ||
সজনি এত দিনে ভাঙ্গল ধন্দ |
কানু-অনুরাগ- ভূজঙ্গে গরসিল
কুল-দাদুরি মতিমন্দ ||
আপনক চরিত আপে নাহি সমুঝিয়ে
আন করত হোয় আন |
ভাবে ভরল মন পরিজন বাঁচিতে
গৃহ-পতি শপতিক ঠান ||
নয়নক নীর থীর নাহি বান্ধই
না জানিয়ে কিয়ে ভেল আঁখি |
যথ পরমাদ কহই নাহি পারিয়ে
গোবিন্দদাস এক সাখী ||<
হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল (আক্ষেপ)
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 199