চন্দনাগো রাগ করোনা
অভিমান করে বলো আর কি হবে

অভিমান করে বলো আর কি হবে
তৃষ্ণার জল নিয়ে এসোনা তবে

সব গান থেমে যায় সব ফুল ঝরে যায়
লজ্জা বসন ছেড়ে এসোনা তবে

——————-
শিল্পীঃ কুমার বিশ্বজিত<

Super User