http://www.youtube.com/watch?v=lw7mXRSnZI0

যারে ঘর দিলা সংসার দিলা রে
তারে বৈরাগী মন কেন দিলা রে

যে অন্তরে ভালবাসা স্বপন জীবন ভর
সেই অন্তরে কত জ্বালা কত ঘৃণা পর

যারে নয়ন দিলা
যারে নয়ন দিলা আলো দেখিতে
গুরু আঁধার জীবন কেন দেও তারে
আঁধার জীবন কেন দেও তারে

———————-
গান: যারে ঘর দিলা
শিল্পী: কুমার বিশ্বজিৎ
অ্যালবাম: শিকারী<

Super User