রাতজাগা দীর্ঘশ্বাস
বুক জুড়ে রক্তক্ষরণ শেষে
নতুন আলোয় উঠব জেগে জেনো।।
কষ্ট পেলে নষ্ট হব কেন??

কেন আমার স্বপ্ন জুড়ে স্বপ্ন পোকার বাস
কেন আমার দৃষ্টি জুড়ে লিখা সর্বনাশ।

কেন আমার মাথা নত ক্রীতদাসের মত
কেন আমি বইছি আজো হৃদয় ভরা ক্ষত।

——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)<

Super User