আর কেঁদোনা
মিছে মায়ায় জড়িয়ে নিজেকে
আর ভেবোনা
অসহায় আর একাকী।
চেয়ে দেখ শুধু
আকাশ জুড়ে
যত তারা আছে সবই তোমার
তুমি জেনে রেখো
কোথাও না কোথাও
কেউ আছে তোমার অপেক্ষায়।

সুখের স্মৃতিক্ষণ, খুব বেশী আপন
কাছে টেনে নেয় যখন তখন
দূরে ঠেলে দেয়, পরিচিত জন
এই আছে আবার নেই এখন।

দুঃখের ঐ জীবন, হয়ে থাকে এমন
তাকে ভেবে তুমি আর কেঁদোনা
আশার আলো, জ্বেলে রেখো দু’চোখে
ভলোবেসে যাও শুধু নিজেকে।

———————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ আইয়ুব বাচ্চু
এ্যালবাম: একা (১৯৯৯)<

Super User