সব আলো নিভিয়ে দিয়ে
চলে গেলে ও তুমি।।
এ তোমার কেমন আয়োজন
আবারো আমায় কাঁদাবে বলে।

ভুল করে গেল ঝরে যাওয়া ফুল
নিমিশে আপন হল দুঃখ আকুল।।

মন ভেঙ্গে দিল জলে ভেজা চোখ
আমার স্বপ্ন হল বিলাসীর শোক।।

—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)<

Super User