পরিত্যক্ত ডায়রিতে
পড়ে আছে ১০০ টা গান ।।
যেনো ধুলোমাখা টেবিলে
বিষণ্ন খেয়ালে,
একশটা রাত্রি
একশটা স্বপ্ন
একশটা রাত্রি
একশটা গান
ভেঙেচুরে গেলো।

চারিদিকে হতাশা
সুখের নেই কোন চিহ্ন।।
তবুও বেদনার কবিতা নিয়ে
স্বপ্নের দিন কাটে এখনও।
ভালোবাসা বিবাগী
বিরহ বয় বুক চিড়ে।।
তবুও এজীবন দুঃখ নিয়ে
কাটায় সময় আশার তীরে।

—————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ আসিফ ইকবাল
এ্যালবাম: কষ্ট (১৯৯৫)<

Super User