বৃষ্টির রিমঝিম ছন্দে
একা জেগে আছি আমি
কতনা তোমায় ভাবি
ভাব কি আমায় তুমি।।

আমার হৃদয় জুড়ে
তোমার কবিতা আজো।।
বারে বারে ফিরে আসে
শুধু আজ তুমি নেই পাশে।

আমার প্রতিটি সুরে
তোমার কথার ও ছোঁয়া ।।
মিশে গেছে বারে বারে
শুধু আজ তুমি গেছ হারিয়ে।

————-
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ শহীদ মো: জঙ্গী
এ্যালবামঃ ময়না (১৯৮৬)<

Super User