শেষ প্রহরের ভীরু নয়ন
ব্যথায় ছল ছল।
তবু তুমি নীরব কেন
একটু কিছু বল।
স্বপন মোহে
রব যে দোহে
যেথায় শুধু তুমি আমি
সেথায় নিয়ে চল।।
আকাশে অনেক দূরে।
ঝিকিমিকি তারা জ্বলে গো।
ওরা যেন ওদের ভাষায়
কত কথাই বলল গো।।
শুধু তোমার মুখে নাই যে কথা
হায় গো একি নীরবতা
হৃদয় দিয়ে এমন করে।
হৃদয় কেন দল।।

———
শিল্পী : তরুণ বন্দ্যোপাধ্যায়
সুর : অনুপম ঘটক

Super User