যতদিন তারা জ্বলিবে সুদূর নভে
‘আমি যে তোমারই ওগো’।
যতদিন পাখী গানে মুখরিত হবে
আমি ত’ তোমারই ওগো।।
জীবনের এই সুরভরা লিপিখানি
এ ভুবন হতে মুছে যাবে তাও জানি
তার শেষের পাতায় এই শুধু লেখা রবে
‘আমি যে তোমারই ওগো’।
প্রেমের শপথ যে কথা লিখিল মরমের শতদলে
তাই দিয়ে যেন এই মালাখানি পরাই তোমারই গলে
এ জীবন যেন পেয়েছি তোমার লাগি
তোমারই এ তুমি আজো আছ তাই জাগি
একবার কিগো এইটুকু মোরে কবে
আমি যে তোমাই ওগো।।

——–
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
সুর : অনুপম ঘটক

Super User