প্রবল ঘন মেঘ আজি ত্রস- ধরণী ‘পরে নীল ঘন ব্যোম ‘পরে সকলি হে শঙ্কা করে আঁধার ঘনঘোর পশুপক্ষী, জলস্থল, ভানু চন্দ্র ছায়ি হে। নদনদী বায়। বরষিছে মুষলধার, সকলি বিস্মিত হায় নাহি বিরাম আর; ঘনঘোর বরষায়; বিশ্বশক্তি রাখা এ জগপতি, চরণে রাখো বিপদে বাঁচায়ি হো। শান্তি বিছায়ি হে।।
প্রবল ঘন মেঘ আজি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 50