তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না,
আর আমার ভাব্না রবে না।।
সবাই যখন বলিবে ভালো
তখন তোমায় দেখাব মোর মনেরি কালো-
আর আমার ভাবনা রবে না।
সবাই যখন করবে তিরস্কার
তখন বুকে ধরব চেপে তব পুরস্কার-
আর আমার ভাবনা রবে না।।
যদি জীবন পথে করি শত ভুল,
আমার পায়ে লাশুক কাঁটা, সবার পায়ে ফুল।
তা হলে ভাবনা রবে না।।
হারাই যদি সব ভালবাসা
সকল আশা ছেড়ে করব তোমারই আশা-
আর আমার ভাবনা রবে না।।
পড়ব যত দুঃখ বিপদে
ততই মোরে করবে নত তব শ্রীপদে-
আর আমার ভাবনা রবে না।
শেষে ডাকবে যখন ‘ঘাটে আয় রে আয়’
সকল বোঝা করব বোঝাই তোমারি খেয়ায়-
আর আমার ভাবনা রবে না।।<
তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 51