https://www.youtube.com/watch?v=o3TwVaGH5Dg

হায়রে পিতলের কলসী
তোরে লইয়া যাব যাবুনায়।
যবুনার জল কালো
পিতলের কলসী ভালো
(আবার) কাপড় দিয়া যৈবন দেখা যায়
লো পিতলের কলসী।
যখন তারে মনে করি
অমনি গলা জড়িয়ে ধরি
(আবার প্রাণের টানে, প্রাণে প্রাণে
প্রাণ মিশায়ে রই
(হায় লো) পিতলের কলসী
তোরে লইয়া যাব যবুনায়।<

Super User