সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝে না

সোনাবন্ধুর এমনই গুন জল দিলে নিভেনা আগুন
কী দিয়ে নিভাবো আগুন আমায় একটু বল না

সোনাবন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী
হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না

সোনাবন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি
পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না

———
আবদুল গফুর হালী

Super User