মন মতি কে গৌরাঙ্গে বিয়ে দেনা
পাড়ার লোকের মন ভালো না

আমার মন মতি কে দেয় কুমন্ত্রনা
তাইতে মতির মন ঘরে থাকে না
মন মতির হল ভাবনা।।

শুদ্ধ মতি যৌতুক দিয়ে
মন মতি কন্যার দেও না বিয়ে
আসবে সীতাপতি শ্রীবাস গদাধর
লয়ে ভাবের গহনা।।

গৌরের সঙ্গে কর সম্বন্ধ
পাবি রে ভাই কি আনন্দ
নিত্যানন্দ হবে কুটুম্ব
নিরানন্দ রবে না।।<

Super User