বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।

দেখেছিলাম সারানে ওরে সারানের
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে।

ওরে লাল ধূলোর সারানে ওরে সারানে,
ভালোবাসা দারিণ ছিল মাথার সিঁথানে।

ওরে যা কেনে কোথাই যাবি ওরে ও যাবি,
দুদিন পরে আমার ছাড়া আর কার বা হবি ।

————
গীতিকার : রতন কাহার
সুর : চন্দ্রকান্ত নন্দী
কণ্ঠ : স্বপ্ন চক্রবর্তী

Super User