প্রাণ সখি গো
আমি না বুঝিয়া করলাম পিরিতি
আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি।।
পিরিতি যে বিষে ভরা, আগে তো কইলে না তোরা গো
বিষে বিষে হইলাম সারা, কেঁদে কাটাই দিনরাতি।।
দিলাম যারে ষোল আনা, দিয়াও বন্ধের মন পাইলাম না গো
পর কোনদিন আপন হয় না, হয় নারে সঙ্গের সাথী।।
কত অকুলারে কুলে নিলে, আমায় অকুলে ভাসাইলে গো
আমার ভাসতে ভাসতে জনম গেল, কও উকিলের কি গতি।।<
প্রাণ সখি গো আমি না বুঝিয়া করলাম পিরিতি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 124