নিম তিতা নিষিন্দা তিতা,
তিতা পানের খয়ের
তাহার চাইতে অধিক তিতারে
দুই সতীনের ঘর।

পৌষ মাসে পিঠা মিঠা
আর মিঠা পান
তাহার চাইতে অধিক মিঠারে
বৌয়ের ছেড়া কাঁথা খান।

চিনি মিঠি, মিষ্টি মিঠা
মিঠা দুধের সর
তাহার চাইতে অধিক মিঠারে
বৌয়ের নরম হাতের চড়।

মেসোর চাইতে মাসী বড়
পাঠার চাইতে খাসী
তাহার চাইতে অধিক বড়রে
বৌয়ের থোবড়া মুখের হাসি।<

Super User