তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ

আমি বেদের মত সম্মোহিত
আশায় হৃদয় আলোকিত
তোমায় ধরার ইচ্ছেটুকু ফুটছে ধাপে ধাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ

তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে
জানোনা কি আগুন তোমার সর্বনাশী দেহে

কাছে গেলেই তুমি হও উদ্যত
বোঝোনা প্রেম বিষ বোঝো যত
তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরুত্তাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ

————–
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ সুধীন দাসগুপ্ত
গীতিকারঃ সুধীন দাসগুপ্ত
চলচ্চিত্রঃ হার মানা হার<

Super User