চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি—-
.      চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
.              কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
.    কভু চেয়ে থাকি যমুনার জলে
.        কভু চেয়ে থাকি কদমের তলে
.    চেয়ে থাকা বুঝি সার হল মোর
.              তবু চেয়ে চেয়ে থাকি  |
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
.      আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |

——————
কথা      :  তপন সিংহ
চলচ্চিত্র :  হাটে বাজারে<

Super User