চিরদিনের বন্দিনি আমি
.                    বন্দি সবাকার——
নতুন করে বন্দি হব কি আর |
তোর মনের আগুন ঘুচল যে দিন
সাঙ্গ হল সব তো সেদিন
.        মুক্তি আমার নেই তো তবু
.                      অন্ধ কারাগার |

—————-
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  অতিথি<

Super User