কোন বৈশাখী দিনে আকাশ ভাঙ্গানো ঝড়
ভেঙ্গে দেয় যদি আমার এ খেলাঘর
আমারে কাঁদায়ে যদি মোর প্রেম
দূরে যেতে চায় সরে।

———–
‘শহরের ইতিকথা” কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : রবীন চট্টোপাধ্যায়।

Super User